উত্তরসূরি

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

ম্যারিনা নাসরিন সীমা
  • ৫৬
উদরে তোর মৃত্যু ক্ষুধার তীব্র দহন ,
বিপন্ন মানবতা, হৃদয়ে রক্তক্ষরণ ।
শয়তানের পদভারে ভারাক্রান্ত তোর নষ্ট জমিন
নাগিনীরা বিষ ছড়ায় সেথায় নিত্যদিন ।
কর্ম নেই , অন্ন নেই ,
বস্ত্রের অভাবে লজ্জিত তোর আব্রু ।
শিক্ষালয়ে শিক্ষা নয় চলে অস্ত্রের মহড়া ।
একদার শ্যামল আঁচল তোর
কালে কালে হয়েছে আরো ধূসর আর বিবর্ণ,
তোর ছেলেরা পালিয়ে পরদেশে যায় মা,
নাম লেখায় কামলার খাতায়
এমনি কত শত অভিযোগ আর অপবাদ
অশ্রুজলে ঝাপসা হয়ে আসে তোর কোমল দৃষ্টি ।
তবুও এখনো যখন একুশ আসে ,
গাছে গাছে কৃষ্ণচূড়ারা হয়ে ওঠে রক্তজবা ।
নগ্ন পায়ে কালো পথ পাড়ি দেয় তোর সন্তানেরা ।
কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হয় আল মাহমুদ ,শামসুর রাহমানের কবিতা ।
টগবগ করে ছলকে ওঠে উষ্ণ লহূ ।
প্রজ্বলিত হয় হৃদয়ে রক্ত মশাল ।
সাদা ক্যানভাসে ভেসে ওঠে
সালাম , রফিক , জব্বার আর বরকতের প্রতিচ্ছবি ,
আমরা আবারো হয়ে উঠি মাগো তাঁদের উত্তরসূরি ।
তোর ওই বিবর্ণ আঁচলে মুখ গুঁজি আমি
খুঁজে ফিরি আমার ঠিকানা
শতধা চ্ছিন্ন বস্ত্রে মোড়ানো ,
তুই যে আমারই বাংলা মা ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নৈশতরী বাহ অসাধারণ !!! আপনি এত সুন্দর কবিত লিখেন!!! সত্যি আমি অভিভূত হলাম!!!
এস. এম. শিহাবুর রহমান অসাধারণ লাগলো...
ভালো লাগেনি ২৫ ফেব্রুয়ারী, ২০১২
পারভেজ রূপক অনেক সুন্দর।
ভালো লাগেনি ২৪ ফেব্রুয়ারী, ২০১২
মাহ্ফুজা নাহার তুলি তোর ওই বিবর্ণ আঁচলে মুখ গুঁজি আমি খুঁজে ফিরি আমার ঠিকানা শতধা চ্ছিন্ন বস্ত্রে মোড়ানো , তুই যে আমারই বাংলা মা ।........এত ভালো হয়েছে যে আমার বলার কোনো ভাষা নেই.....
ভালো লাগেনি ২৪ ফেব্রুয়ারী, ২০১২
সূর্য কেন, কতটা বিশ্লেষণ করলে অনেক কিছুই বলা যায়। সে দিকে না গিয়ে শুধুই বলতে ইচ্ছে করছে অনেক অনেক ভাল লেগেছে।.....☼
ভালো লাগেনি ২৪ ফেব্রুয়ারী, ২০১২
ম্যারিনা নাসরিন সীমা যে সমস্ত লেখক পাঠক বন্ধুরা আমার কবিতা পড়েছেন অসম্ভব সব সুন্দর সুন্দর মন্তব্য করেছেন ,আমাকে আগামীর পথ দেখিয়েছেন্‌ ,সকল বন্ধুর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভকামনা ।
নজরুল ইসলাম মােয়র বতর্মান অব্হার যথার্থ প্রিতফলন,
ছালেক আহমদ শায়েস্থা শতধা চ্ছিন্ন বস্ত্রে মোড়ানো , তুই যে আমারই বাংলা মা ।
ওয়াছিম ছন্দ দিয়ে পড়তে গিয়েছিলাম, প্রথম চার লাইন পড়েও ফিলেছিলাম.... তারপর পড়লাম গদ্য কাব্য আকারে...... ভাল লেগেছে, কারন এটা একটা চমৎকার কবিতা, বিশেষ করে শব্দের গাথুনি গুলো....................
জালাল উদ্দিন মুহম্মদ তোর ওই বিবর্ণ আঁচলে মুখ গুঁজি আমি/ খুঁজে ফিরি আমার ঠিকানা/ শতধা চ্ছিন্ন বস্ত্রে মোড়ানো ,/ তুই যে আমারই বাংলা মা ।// -------- অসাধারণ! অভিনন্দন কবি।
অনেক ধন্যবাদ !আপনাদের সবার মন্তব্য আমাকে অভিভুত করল !

০৩ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৫